[gtranslate]
১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চান্দিনায় আ.লীগের চুড়ান্ত মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল

মহানগরনিউজ ডেস্ক।।
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন পেলেন প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত।

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি।

অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন তিনি।

আরো দেখুন
error: Content is protected !!