bn বাংলা
২৭শে ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

“স্বপ্ন সুখ” 💞সালমা পারভীন💞

“স্বপ্ন সুখ”

সালমা পারভীন

তুই কি আমার স্বপ্ন হবি
শতজনমের ঘুমের দেশে?
কিংবা আমার সকাল হবি
ঘুমভাঙা এক রাতের শেষে?

তুই কি আমার অতীত হবি
ফেলে আসা কিশোর বেলার?
কিংবা এমন হবি কি কখন,
প্রথম প্রেমের গন্ধ যেমন?

তুই কি আমার আদর হবি,
চাইছি যা জনম জনম?
কিংবা কভূ আপন হবি,
ঠিক আমারই মনের মতন?

তুই কি আমার বৃষ্টি হবি,
প্রচন্ড এক খরার মাঝে?
কখনওবা ভেজাবি আমায়,
একটু খানি কাছে এসে?

তুই কি আমায় ছায়া দিবি,
রৌদ্রপ্রখর পথের মাঝে,?
হাতটি ধরে বলবি কভু,
ভালো থাকি তোরই সাথে?

ছোট্ট একটা নদী হবি,
তৃষ্ণার্ত এই বুকের ভিতর?
একটুখানি দোলা দিবি
ভালোবাসার বাতাস যেমন?
সাতজনমের চাওয়া আমার,
নানানরূপে, নানানসাজে,
ভেসে বেড়ায় এমনি করে,
স্বপ্ন সুখের পায়রা হয়ে।

আরো দেখুন
error: Content is protected !!