পৃথিবীর পথে 🌍সালমা পারভীন
পৃথিবীর পথে
সালমা পারভীন
আমি আবার আসবো ফিরে,
তোমার মনের ছোট্ট গাঁয়ে,
বুকের অলিন্দ খুরে গড়বো খেলাঘর,
যেমন ফিরে আসে নীড়ে,
ক্লান্ত বলাকা দিনশেষে।।
আবার বৃষ্টি হবো আমি,
ঝড়ে পড়বো তোমার বুকের উঠোনে,
ভেজাবো তোমায়।
অনুভূতির সোঁদাগন্ধে মাতাল হবে তুমি,
যেমন মাতাল হয় ফাগুন হাওয়া,
গাছে গাছে আমের মুকুল।।
আবার হেঁটে বেড়াবো দুজন
পৃথিবীর পথে,হাজার বছর নয়,
জনম জনম ধরে।
যেমন ছুটে চলে বহতা নদী
সাগর সঙ্গমে।।
ফিরে আসবো আমি আবার,
যেমন ফিরে আসে আলোক,
আঁধার কাটিয়ে,
তেমনি করেই ফিরবো আমি,
হাটবো তোমার সাথে,
একযুগ নয়,দুই যুগ নয়,
অনন্তকাল, এই পৃথিবীর পথে।।