কুমিল্লায় একদিনে ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৫৬ জন
👁️মহানগর ডেস্ক ✒️
কুমিল্লায় বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তের হার ৩৯দশমিক ১ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তেরজন।
এসব তথ্য রবিবার সন্ধ্যা ৫ টা ৩০ মিনিট দিকে গোমতী টাইমসকে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৭ শনিবার জুলাই বিকেল থেকে ১৮ রবিবার জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ১৮৭জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ২৩ জন, সদর দক্ষিণের ১২, বুড়িচংয়ের ৩৫, ব্রাহ্মণপাড়ার ১৮, চান্দিনার ১৭, চৌদ্দগ্রামের ১৪, দেবিদ্বারের ৩৯, দাউদকান্দির ২৭, লাকসামের ৩২, লালমাইয়ের ১৫, নাঙ্গলকোটের ২৮, বরুড়ার ২১, মনোহরগঞ্জের ১৮, মুরাদনগরের ৪৬,তিতাসের ১, মেঘনা ২ও হোমনার ২১জন শনাক্ত হয়েছেন।
মৃতদের মধ্যে কুমিল্লা সিটিতে৩, আর্দশ সদরের ১, বুড়িচংয়ের ১ চৌদ্দগ্রামের ১,লাকসামের ১,লালমাইয়ের ১,নাঙ্গলকোটের ১,মুরাদনগরের ২,তিতাসের ১,হোমনার ১জন।
জেলায় এখন পর্যন্ত ২০ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০০জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৯ জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৫৮।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদি এ মুহুর্তেও মানুষের মাঝে সচেতনতা না বাড়ে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।