কুমিল্লা চান্দিনা উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী লুৎফুর রেজা খোকন
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা-৭ (চান্দিনা) উপ-নির্বাচনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি মো. লুৎফুর রেজা খোকন তার মনোনয়ন প্রত্যাহার করেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।
বর্তমানে এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম রয়েছে।
ধারনা করা হচ্ছে ন্যাপ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিবে। যার ফলে ড. প্রাণ গোপাল দত্ত এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হতে পারেন।
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, বৃহস্পতিবার বিকাল তিনটায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, ২০ তারিখ প্রতীক বরাদ্ধ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য গত ৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
আগামী ৭ অক্টোবর ভোটের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কুমিল্লা-৭ (চান্দিনা) এই আসনের ভোটার রয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫৪ জন ।