২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাগ্রত মানবিকতার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মঙ্গলবার বিকেলে নগরীর ধর্মসাগরপাড় অবকাশ প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা এমন আয়োজন করে।

এ সময় অন্তত পাঁচ শতাধিক ব্যক্তির রক্তের গ্রুফ নির্ণয় করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে রক্তের গ্রুপ নির্ণয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার বলেন, আমরা সারা বছরই মানবিক কর্যক্রমের সাথে জড়তি থাকি। রক্তদান, অসহায় মানুষের জন্য খাদ্য সহয়তা, এতিম ও পথশিশুদের পোষাক- খাবার সরবরাহ করি।

তবে মঙ্গলবার মানবতার নেত্রী মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করি। এই আয়োজনটা আমাদের কাছে বিশেষ গুরত্বপূর্ণ ছিলো। আমরা সফলভাবে আয়োজন সম্পন্ন করেছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ ফারজানা জনি, জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার জামান কায়েস, নাসিম ইউসুফ রেইন, দপ্তর সম্পাদক সাইমুম স্বপ্নিল, জাগ্রত মানবিকতার কো-অর্ডিনেটর সুজন, মোঃ মাসুদ রানা, মাইদুজ্জামান মিশার, জাহিদুল ইসলাম বাবু, বাপ্পি, সাগর আহমেদ,সাকিবুল ইসলাম শুভ, সাজিদসহ অন্যান্যরা।

আরো দেখুন
error: Content is protected !!