[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ মাদকসহ মোসাঃ আয়েশা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে সদর দক্ষিণের কৃষ্ণনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এসময় ৪৭০ বোতল ফেন্সিডিল, ৫০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত আয়েশা বেগম সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর (মাস্টারবাড়ি) গ্রামের মোঃ আব্দুল ওয়াদুদ মিয়ার স্ত্রী।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আয়েশা জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!