[gtranslate]
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ছিনতাই চক্রের অন্যতম সদস্য ১১ মামলার আসামি দীপ খান গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় ছিনতাই চক্রের অন্যতম সদস্য দীপ খানকে গ্রেফতার করেছে পুলিশ। দস্যুতা, চাঁদাবাজি, চুরি, অপহরণ, ধর্ষণ, ডাকাতির চেষ্টা ও দ্রুত বিচার আইনসহ ১১ মামলা আসামি দীপ।

সোমবার রাতে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীপ খান (২৯) গোবিন্দপুর ডিসি রোড এলাকার বাহার খানের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, দীপ খান ছিনতাই চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে দস্যুতা, চাঁদাবাজি, চুরি, অপহরণ, ধর্ষণ, ডাকাতির চেষ্টা ও দ্রুত বিচার আইনসহ ১১টি মামলা রয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!