[gtranslate]
২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে গাঁজাসহ র‌্যাবের হাতে আটক

মহানগর ডেস্ক।।
কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১০ কেজি গাঁজাসহ মোঃ রাব্বি হাসান (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর গভীর রাতে উপজেলার ধনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।আটককৃত মোঃ রাব্বি হাসান সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!