২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রুপোর গয়না কালো হয়ে যাচ্ছে? কী ভাবে রং ফেরাবেন

লাইফস্টাইল ডেস্ক।।
রুপোর জিনিস কিনতে এবং ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন। কিন্তু সাফ করার কথা শুনলেই যেন গায়ে জ্বর আসে।

খোলা জায়গায় রাখলে খুব দ্রুত জেল্লা হারাতে থাকে রুপো। তা সে গয়নাই হোক বা রুপোর থালা-বাসন। কিন্তু চকচকে না থাকলে রুপোর গয়না পরতেও ভাল লাগে না। তাই নিয়মিত পরিষ্কার করতে থাকতে হয় রুপোর সব জিনিস।রুপোর জিনিস কিনতে এবং ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন। কিন্তু সাফ করার কথা শুনলেই যেন গায়ে জ্বর আসে। অথচ, রুপো পরিষ্কার করা কিন্তু তেমন কঠিন কাজ নয়। তা যেমন ঝট করে কালো হয়ে যায়, তেমন দ্রুত ফেরানোও যায় রুপোর চমক।

কীভাবে পরিষ্কার করবেন রুপোর জিনিস?

প্রথমে একটি পাত্রে পানি নিয়ে হালকা গরম করুন। তারপর তাতে তরল সাবান ফেলে গুলে নিন। সাবান গোলা সেই উষ্ণ পানিতে রুপোর গয়নাগুলি ডুবিয়ে রাখুন।

ইতিমধ্যে দু’টি আলু সেদ্ধ করুন খানিকটা পানিতে। সেদ্ধ হওয়ার পর আলু দু’টি সরিয়ে নিন। সেই পানিটি ব্যবহার করতে হবে।

সাবান পানি থেকে রুপোর গয়নাগুলি তুলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তার পর আলু সেদ্ধ করা পানি আবার ডুবিয়ে রাখুন গয়নাগুলি। মিনিট পনেরো পরে গয়না তুলে নিয়ে ভাল ভাবে প্রথমে ভিজে কাপড় এবং পরে শুনো কাপড় দিয়ে মুছুন। দেখবেন, গয়নার জেল্লা ফিরে এসেছে।

আরো দেখুন
error: Content is protected !!