২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় কুমিল্লায় আরো ৩ জনের মৃত্যু, সনাক্ত ৪৪

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৪৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১১,২৬৬ জন। এদিনে জেলায় নতুন মৃত্যু হয়েছে ৩ জনের।

এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু সংখ্যা ৩৪৪। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ২, উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:
সিটি- ০২ (পুরুষ, ৮০ বছর)
(পুরুষ, ৬৪ বছর)
মুরাদনগর- ০১ (পুরুষ, ৫২ বছর)

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি কর্পোরেশন-২৫, সদর দক্ষিণ- ৩, বুড়িচং- ২, চান্দিনা- ১, চৌদ্দগ্রাম- ৩, লাকসাম- ২, বরুড়া- ১, নাঙ্গলকোট- ০১, দেবিদ্বার- ২, দাউদকান্দি- ১, লালমাই- ১, মুরাদনগর- ২,

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, রবিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১,২৬৬ জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ৩৪৪ জন। নতুন ১৬ জনসহ মোট ৯১১৩ জন সুস্থ্য হয়েছেন।

কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ৬৩,৯০৮ জনের ও রিপোর্ট পাওয়া গেছে ৬৩,১২১ জনের। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ৫৪, এদের মধ্যে নতুন সনাক্ত: ১ জন।

আরো দেখুন
error: Content is protected !!