[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাকা ফেটে মাইক্রোবাস উল্টে গেল, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে চাকা ফেটে মাইক্রোবাস উল্টে চালক নিহত হয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসাড়া এলাকায় শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম জাহাঙ্গীর হোসেন। তার বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলায়।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘ঢাকামুখী মাইক্রোবাসটির চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়। সেটি তখন উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। মরদেহ পুলিশ ফাঁড়িতে আছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।’

আরো দেখুন
error: Content is protected !!