বেশি দামে তেল মোড়কীকরণ মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা। সরকার নির্ধারিত সয়াবিন তেলের রেট না মেনে পূর্বের বেড়ে যাওয়া দামের স্টিকার মেরে সয়াবিন তেল বোতলজাত ও মোড়কজাত করায় কুমিল্লার লাকসামের বিজরা বাজার এলাকায় প্রাইম ব্রান্ডের ইউনি প্রাইম কনজুমার ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৮ হাজার বর্ধিত দামের মোড়ক পুড়িয়ে ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার তদারকি টীম।
ভোক্তা অধিকার সংরক্ষণ কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান- কনজুমার ফুড সরকার নির্ধারিত ১৮৫ টাকার এক লিটার তেল ১৯০ টাকা, ৩৭০ টাকার ২ লিটারের তেল ৩৮০ টাকা এবং ৯১০ টাকার ৫ লিটারের তেল ৯২০ টাকা লিখে মোড়কজাত করছেন। অথচ উৎপাদনের স্টিকার ব্যবহার করছেন গত মাসের ১৮ তারিখের।
এছাড়াও বিজরা বাজারের সেবা ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী ডাক্তার না হয়েও ডা. ও ডেন্টিস্ট পদবী ব্যবহার করে ভোক্তাদের সাথে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা এবং চিকিৎসার কাজে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিক আ: খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মিথ্যা বিজ্ঞাপনের ২ হাজার প্যাড ধ্বংস করা হয়।