অনাহারের মুখে পড়তে পারে মিয়ানমারের কয়েক লাখ মানুষ
ছবি: সংগৃহীত
জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির আশঙ্কা
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং আর্থিক সংকটের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতা দ্রুতগতিতে বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এরকম পরিস্থিতি চলতে থাকলে সামনের মাসগুলোতে সেখানকার লাখ লাখ মানুষ অনাহারে পড়তে পারে, বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক বিশ্লেষণে দেখা গেছে, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে মিয়ানমারের ৩৪ লাখের বেশি মানুষকে খাবার সংগ্রহ করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশেষ করে শহরাঞ্চলে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে চাকরি হারানো লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং খাদ্যপণ্যের দাম বাড়ায় পরিস্থিতি বেশি খারাপ হতে পারে। মিয়ানমারে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি স্টেফেন অ্যানডারসন বলেন, ‘চাকরি হারানো দরিদ্র মানুষের সংখ্যা অনেক আর তাদের খাবার কেনার সামর্থ্য নেই। খাদ্য নিরাপত্তার উদ্বেগজনক অবনতি রোধ করতে ও দুর্ভোগের আশু উপশমে এখন একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’