২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক।।
আজ কুমিল্লা মুক্ত দিবস। মহান স্বাধীনার যুদ্ধে ১৯৭১ সালের এই দিনে কুমিল্লা জেলা পাকহানাদার মুক্ত হয়।

দিবসটি উপলক্ষে কুমিল্লায় নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষ্যে সকালে কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য রালি নগর উদ্যানে গিয়ে শেষ হয়।

সেখানে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা ও বীর শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন কুমিল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার, সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠান।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপণ শেষে বীর শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!