কুমিল্লায় রিক্সা চালকদের হাতে ইফতার তুলে দিচ্ছেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক -তাহসিন বাহার সূচনা
সৈয়দ বদরুদ্দোজা টিপু
মানুষের সেবা করার মধ্য দিয়েও নারীরা আজ এ সমাজে নিজেদের অবস্থান সৃষ্টি করে চলছেন। ইফতারের ঠিক পুর্ব মুহুর্তে কুমিল্লার সড়কে রোজাদার রিক্সা চালকদের হাতে ইফতার তুলে দিলেন। পরম মমতায় গরীব দুঃখী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন।
তাদের মধ্যে অন্যতম হলেন, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।
রক্তদান কর্মসূচীর মত মহৎ একটি উদ্দেশ্যকে নিয়ে এগিয়ে চলা সংগঠনটি এখন কুমিল্লার সাধারণ মানুষের কাছে আস্থা ও পরম বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।
তবে সবচেয়ে ব্যতিক্রম নারী যিনি, মেধা মননে সব সময় নারীদের এগিয়ে যাওয়া নিয়ে ভাবেন। কুমিল্লাকে নিয়ে ভাবেন। যিনি বহুমূখী প্রতিভার অধিকারী আজ যিনি নারী অগ্রযাত্রায় ভূমিকা রেখে চলছেন। মেধা মননের স্বাক্ষর রেখে চলছেন।
কাজ ছাড়া যেন ফুসরৎ নেই, আল্লাহ প্রিয় বোনকে সুস্হ রাখুন ভোনটির প্রতি শুভেচ্ছা,অভিনন্দন ও শুভকামনা রইলো।