২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৭২ জনের। মৃত্যু ০২

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ২২জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ৭২জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪২জন।আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫৯জনে দাঁড়ালো।

গতকাল ২২জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৪২৬। সর্বমােট নমুনা প্রেরন: ৮১,০৭৭। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৩৭৫ সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮০,৩৬৫।গত ২৪ঘন্টায় শনাক্ত: ৭২

সিটি- ৩৪ আদর্শ সদর- ০৩ সদর দক্ষিণ- ০৪ বুড়িচং- ০৮ চান্দিনা- ০২ চৌদ্দগ্রাম- ০৬ দাউদকান্দি- ০১ লাকসাম- ০৪ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ০৬ মুরাদনগর- ০১ মেঘনা- ০১ তিতাস- ০১

সর্বমােট শনাক্ত: ১৩,৪৪২। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১৯.২%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৫০। আদর্শ সদর- ২০ নাঙ্গলকোট- ১৫ বুড়িচং- ০৫ ব্রাহ্মণপাড়া- ১০

সর্বমােট সুস্থ: ১১,৩২২। গত ২৪ঘন্টায় মৃত: ০২। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০২। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: আদর্শ সদর- ০১ (মহিলা, ৪০ বছর) লাকসাম- ০১ (পুরুষ, ৭৪ বছর)

সর্বমােট মৃত: ৪৫৯। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১০৬ এদের মধ্যে নতুন সনাক্ত: ০৮

আরো দেখুন
error: Content is protected !!