১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৭৬ জনের। সুস্থ্য ৬২জন

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ২৩জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ৭৬জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৮জন।আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়েনি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫৯জনে দাঁড়ালো।

গতকাল ২৩ জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৪৫৩। সর্বমােট নমুনা প্রেরন: ৮১,৫৩০। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৪১৬। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮০,৭৮১।গত ২৪ঘন্টায় শনাক্ত: ৭৬

সিটি- ২৯ আদর্শ সদর- ০৩ সদর দক্ষিণ- ০২ বুড়িচং- ০৪ চান্দিনা- ০২ দাউদকান্দি- ০১ দেবিদ্বার- ০২ লাকসাম- ০৬ লালমাই- ০১ নাঙ্গলকোট- ০২ বরুড়া- ০৩ মনোহরগঞ্জ- ০৩ মুরাদনগর- ০৩ মেঘনা- ০১ তিতাস- ০১ হোমনা- ০১

সর্বমােট শনাক্ত: ১৩,৫১৮। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১৮.৩%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৬২। আদর্শ সদর- ২০ চান্দিনা- ১৩ নাঙ্গলকোট- ২৩ দেবিদ্বার- ০৬

সর্বমােট সুস্থ: ১১,৩৮৪। গত ২৪ঘন্টায় মৃত: ০০। সর্বমােট মৃত: ৪৫৯। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১০৩। এদের মধ্যে নতুন সনাক্ত: ০১

আরো দেখুন
error: Content is protected !!