২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায আগুনে পুড়ে ছাই এশিয়া লাইনের ৫টি বাস; আড়াই কোটি টাকার ক্ষতি!

✒️ মহানগর ডেস্ক 🛑
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  নিমসার এলাকায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এশিয়া লাইন পরিবহনের ৫ টি বাস পুড়ে ছাই হয়েছে।রোববার (১১)  বুড়িচং উপজেলার পরিহলপাড়া নিমসারে বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।৷ এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি

নিমসার ফিলিং স্টেশনের ম্যানেজার শাহআলম জানান, ফিলিং স্টেশনে মোট ১৪টি বাস ছিল। ৫ টি বাস পুড়ে যায়। আগুন লাগার পর বাকী বাসগুলোকে নিরাপদ  স্থানে সরানো হয়েছে।

এশিয়া লাইন পরিবহন ও ফিলিং স্টেশনের মালিক জুলহাস বলেন, লকডাউনের কারণে দুরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। তাই কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী  এশিয়া লাইন পরিবহনের ১৪ টি বাস পেট্রোল পাম্পের আশপাশে এনে রেখেছিলেন। হঠাৎ আগুনে ৫ টি বাস পুড়ে য়ায়।  এতে কমপক্ষে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শারফুল হাসান জানান, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারন জানা যাবে। ৫ টি বাস পুড়েছে। তবে  ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।  ক্ষয়ক্ষতি পরিমানসহ বিস্তারিত পরে জানানো হবে।

আরো দেখুন
error: Content is protected !!