[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছে জাপানের অ্যাস্ট্রাজেনেকার টিকা

👁️অনলাইন ডেস্ক ✒️
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২শ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। শনিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে টিকা বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টিকাগুলো গ্রহণ করেন। এ সময় ঢাকায় নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা এবং স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপান থেকে এল অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা

এসময় আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে আসবে বলেও জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত।

এর আগে গতকাল শুক্রবার জাপান থেকে টিকা আসার বিষয়টি জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

আরো দেখুন
error: Content is protected !!