পুলিশের পোশাকে মাদক পাচার, কারবারি কারাগারে
👁️মহানগর ডেস্ক ✒️
পুলিশের পোশাকে গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ।
আদালতের মাধ্যমে সোমবার সাড়ে ১০টার দিকে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি ফাইজুর রহমান সজীবের বাড়ি ঝালকাঠির রাজাপুর গ্রামে।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা পরিমল দাশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে ঢাকা যাওয়ার সময় সজীবকে আটক করা হয়। তার গায়ে পুলিশের লোগোযুক্ত রিফ্লেক্টিং জ্যাকেট ও পুলিশের ব্যবহৃত মাস্ক ছিল।
তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন। তবে তার আইডি কার্ড ও কোথায় কর্মরত আছে এমন প্রশ্নে কোনো উত্তর দিতে পারেনি। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা শেষে সজীবকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।