[gtranslate]
৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

একি আমার বাংলাদেশ?

লেখক- জুবায়ের জুবিলী

খুব ভোরে আজ ঘুম ভেঙে যায়,
প্রতিদিন জেগে ফেসবুক দেখি,
অভ্যাস হয়ে গেছে কিছু দিন থেকে,
জানি আমার মতো-
আরো অনেকেই আছেন,
সাত-সকালে নেটে ঢুকি।

কিছু ছবি-ধ্বংসযজ্ঞের ছবি,
ভেসে উঠে নিউজফিডে,
একি আমার বাংলাদেশ?
যেন যুদ্ধবিধ্বস্ত কোন উপদ্বীপ,
উত্তোলিত রেললাইন,
দাউ দাউ পুড়ছে গাড়ী,
বিভিন্ন স্থাপনাতে অগ্নিসংযোগ,
ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে,
আর…..বেশ কিছু লাশের ছবি।

আমার ভালো লাগেনা কিছু,
এরা কার লাশ?
আমারইতো ভাই-আমারইতো স্বজন,
বুকের ভেতর মুচড়ে উঠে,
আমি চিৎকার করি…আমি কাঁদি,
পুরো পৃথিবী আমার আঁধার হয়ে যায়।

কেন এই ধ্বংসযজ্ঞ?
কেন এই লাশ?
আমরা কি এখনো মধ্যযুগে আছি?
কেন হবে এমন- আমার স্বাধীন বাঙলায়?
আসুন মানুষকে ভালোবাসতে শিখি,
আবেগ তাড়িত না হই,
জাতি-ধর্ম নির্দ্বিধায়-
সম্মিলিত সহনশীল হই।

আরো দেখুন
error: Content is protected !!