কুমিল্লায় করোনা রোগীদের পাশে জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি
👁️মহানগর ডেস্ক ✒️
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার পক্ষে সেগুলো গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।
কুমিল্লায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেই সঙ্গে দেখা দিয়েছে অক্সিজেন সংকট।
এমন অবস্থায় ১০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি ও কুমিল্লা ক্রিকেট কমিটির সহসভাপতি মোস্তফা হেলাল কবির।
শুক্রবার সকালে নগরীর তালপুকুর পাড়ের জাগ্রত মানবিকতা সংগঠনটির কার্যালয়ে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার পক্ষে সেগুলো গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।
অনুষ্ঠানে সাইফুল আলম রনি বলেন, ‘কুমিল্লায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। অক্সিজেনের অভাবে অনেক রোগী মারা যাচ্ছে। বিষয়টি খুব বেদনাদায়ক।
‘গত ১ জুলাই আমি ব্যক্তিগত উদ্যোগে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছিলাম। এখন আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আরও ১০টি সিলিন্ডার হস্তান্তর করেছি। ১০টি সিলিন্ডারের মধ্যে ৫টি সিলিন্ডার দিয়েছেন কুমিল্লা ক্রিকেট কমিটির সহসভাপতি মোস্তফা হেলাল কবির। যদি প্রয়োজন পড়ে আরো অক্সিজেন সিলিন্ডার বিতরণ করব।’
মোস্তফা হেলাল কবির বলেন, ‘অতিমারি করোনার প্রাদুর্ভাবে যারা অসুস্থ হয়েছেন, তাদের জন্য সবার এগিয়ে আসা উচিত। সেই দায়িত্ববোধ থেকে অক্সিজেন সাপোর্ট নিয়ে আমরা করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছি।’
অক্সিজেন সিলিন্ডারগুলো স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাধ্যমে বিতরণ করা হবে বলে জানান তিনি।
জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, ‘আমরা কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি ও কুমিল্লা ক্রিকেট কমিটির সহসভাপতি মোস্তফা হেলাল কবিরের প্রতি তাদের মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সূচনা আরও বলেন, জাগ্রত মানবিকতা সর্বোচ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি জানান, ০১৬৮৫৬০৯৬৪২, ০১৬৮১৬০০০৮৮, ০১৬৪২১৫৭৮৩২সহ ১০টি নম্বরে কল করলে করোনা রোগীরা বিনা মূল্যে অক্সিজেন সহায়তা পাবেন।