২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার তিতাসে লঞ্চে উচ্চ শব্দে ডিজি পার্টি; বিদ্যুৎ খুটির তারে লেগে দগ্ধ ১৫ কিশোর!

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার গোমতী নদীতে লঞ্চে মাইক লাগিয়ে উচ্চ শব্দে ডিজি পার্টি করছিল একদল  কিশোর। এ সময় বিদ্যুৎ খুটির তারের সাথে জড়িয়ে প্রায় ১৫  জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সোমবার (২৩ আগস্ট) রাত ১০  টায় তিতাস দড়িকান্দি ব্রিজের পূর্ব পাশে মেসার্স বাদল সরকার এন্ড সন্স নামের লঞ্চে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজন নদীতে পড়ে গেলে দুইজনকে উদ্ধার করেছে স্থানীয়রা। তবে একজন নিখোঁজ রয়েছে বলে ধারণা স্থানীয়দের।

গুরুতর আহতদের জেলে ও স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া কয়েকজনকে তিতাস স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন নিখোঁজ ও ১৫-১৬ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। কেউ নিখোঁজ রয়েছে কিনা নিশ্চিত নয়, তবে তা নিশ্চিত হলে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!