অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে ৯ করোনা রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক।।
অক্সিজেন পাইপ বিকল হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে রাশিয়ায়। রাশিয়ার স্বায়ত্তশাসিত রাজ্য দক্ষিণ ওশেতিয়া প্রজাতন্ত্রের রাজধানী ভ্লাদিকাভকাজের এক করোনা হাসপাতালে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
রাশিয়ার সংবাদমাধ্যম তাস এর বরাতে জানা যায়, সোমবার (৯ আগস্ট) হাসপাতালটির একটি অক্সিজেন পাইপ ফেটে যায়। এতে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ভিতরে চিকিৎসাধীন ৯ জন করোনা রোগীর। মৃতদের সবাই ভেন্টিলেটর ব্যবহার করছিলেন। তাই কৃত্রিম অক্সিজেনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন তারা।
ভ্লাদিকাভকাজের স্থানীয় প্রশাসন সূত্রে বলা হয়েছে, হাসপাতালের নিচে অবস্থিত একটি অক্সিজেন পাইপ হঠাৎ করে ফেটে যায়। ফলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিপর্যস্ত হয়ে পড়ে হাসপাতালের অক্সিজেন পরিষেবা। দূর্ঘটনার সাথে সাথে আইসিইউএর সঙ্গে হাসপাতালের অক্সিজেনের সংযোগ বিচ্ছিন্ন হয়। ঘটনার সময় হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আক্রান্তদের ৭১ জন ভর্তি ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ৭১ জনই ওই অক্সিজেন পাইপলাইন থেকে অক্সিজেন নিচ্ছিলেন। এদের ১৩ জনের মুখে ‘যান্ত্রিক ভেন্টিলেটর’ লাগানো ছিল।
দক্ষিণ ওশেতিয়ার রাজ্য প্রধান সের্গেই মিনয়ায়লো দাবী করেছেন, ‘মৃতদের সবার ফুসফুস দূর্ঘটনার আগেই ৯০% আক্রান্ত ছিল। ফলে রোগীদের মৃত্যুতে অক্সিজেন পাইপ ফেটে যাওয়ার ঘটনাই দায়ী, এমনটি এখনও বলা যাবে না।’
তিনি বলেন, ‘সমস্যাটি দ্রুত চিহ্নিত করা হয় এবং ৩০-৪০ মিনিটের মধ্যে সমাধান করা হয়।’ মুল অক্সিজেনের সরবরাহ বন্ধ থাকা অবস্থায় বাকি রোগীদের অক্সিজেন সিলিন্ডার ও বাড়তি অক্সিজেন সরবরাহ করে চিকিৎসা দেয়া হয়। এই চাঞ্চল্যকর ঘটনার পর রাজ্য সরকার দাবী করেছে, রাশিয়ার এই অঞ্চলে অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কোন ঘাটতি নেই।
রাশিয়ায় এর আগেও করোনাভাইরাস হাসপাতালে দুর্ঘটনা ঘটেছে। জুন মাসে মস্কোর কাছেই এক শহরে হাসপাতালে আগুন লেগে মারা যান ৩ জন। গত বছরও একই ভাবে আগুন লেগেছিল মস্কো ও সেইন্ট পিটার্সবার্গের করোনা হাসপাতালে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে রাশিয়ার অবস্থান ৪র্থ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গিয়েছেন ১,৬৫,৬৫০ জন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।