২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার লিড

মারাকানার দর্শকদের হতাশ করে গোল আদায় করে নিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকে দু’দলই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে ২২ মিনিটে লিড নেয় মেসির দল। ডি পলের লং পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোর করেন ডি মারিয়া।

২৯ মিনিটে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিলো আলবিসেলেস্তেরা। ডি মারিয়ার জোরালো শট রুখে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা।

এর আগে ফাইনালের মঞ্চে শুরুর ১০ মিনিটে দেখা মেলেনি লাতিন আমেরিকার চিরাচরিত দৃষ্টিনন্দন ফুটবল।

আর্জেন্টিনা-ব্রাজিল দু’দলের কেউই দর্শকের মন ভরাতে পারেনি। প্রথমবারের মতো বল পেতে মিনিট দশেক অপেক্ষা করতে হয়েছে সুপারস্টার লিওনেল মেসিদের।

এদিকে ম্যাচ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত ও ফ্রন্টলাইনারদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলারসহ মাঠে উপস্থিত সবাই।

ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে টান টান উত্তেজনায় চলছে ম্যাচ। ২৮ বছর পর বড় কোন শিরোপা জয়ের হাতছানি মেসির আর্জেন্টিনার সামনে। অন্যদিকে শিরোপা জিততে মরিয়া নেইমারের ব্রাজিলও। ফাইনালে এদিন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি একাদশ সাজান ৪-৩-৩ ফরমেশনে। মারিয়া মার্টিনেজ আছেন শুরুর একাদশে। গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ। তুরুপের তাস মেসিকে কেন্দ্র করেই খেলবে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে ব্রাজিল কোচ তিতের ফরমেশন ৪-২-৩-১। দানিলো থিয়াগো সিলভারা সামলাবেন রক্ষণ। মধ্যমাঠের দায়িত্ব থাকবে ক্যাসিমিরো ফ্রেডদের ওপর। ফরোয়াডে নেইমার। তাকে বলের যোগান দেবেন এভারটন-রিচার্ডসন।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গ্যাব্রিয়েল মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

ব্রাজিলের শুরুর একাদশ: এডারসন মোরায়েস, দানিলো, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, রেনাল লোদি, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, ফ্রেড, এভারটন রিভেইরো, নেইমার ও রিচার্লিসন।

আরো দেখুন
error: Content is protected !!