২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আসামি সেজে অন্যের জামিন নিতে গিয়ে গ্রেফতার ৫ যুবক

নিউজ ডেস্ক।।
ময়মনসিংহে আদালতে মূল আসামিদের পরিবর্তে আদালতে হাজির হয়ে জামিন নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন পাঁচ যুবক।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- জেলার নান্দাইল উপজেলার মোখলেছুর রহমানের ছেলে ওয়ালিউল্লাহ (২৬), নুরুল্লাহ (২৮), সুরুজ মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), মোঃ সাইফুল ইসলাম (৩০) এবং কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, জেলার নান্দাইল থানায় মারামারি মামলায় পলাতক আসামি সুরুজ মিয়া, আজীম উদ্দিন, মুন্না মিয়া, আবুল কাশেম ও শহর আলী। গত তারিখে মামলাটি উভয়পক্ষের মধ্যে আপস হয়েছে বলে আদালতে অবহিত করেন।

বুধবার (১ সেপ্টেম্বর) আসামিপক্ষের আইনজীবী তানভীর আহমেদ পাঁচ আসামিকে আদালতে হাজির করেন। বিচারক আরিফুল ইসলাম প্রত্যেক আসামির নাম ধরে ডাকেন। এ সময় এক নামেই আসামিরা সবাই হাত তুলে আদালতকে জানান দেন।

এতে বিচারকের সন্দেহ হলে বিকেল ৫টার মধ্যে আসামিদের জাতীয় পরিচয়পত্র আদালতে জমা দিতে বলেন। কিন্তু আসামিরা তাদের পরিচয় দেখাতে ব্যর্থ হন।

পরে নিজেদের পরিচয় গোপন করে পাঁচ আসামির পক্ষে আদালতে হাজির হয়ে জামিনের চেষ্টা করায় তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নিজেদের পরিচয় গোপন করে পাঁচ যুবক অন্য আসামির নামে আদালতে হাজির হয়ে জামিন নিতে আসে। এ সময় আদালত তাদের গ্রেফতারের নির্দেশ দেন। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তারা এখন থানা হেফাজতে আছেন।

আরো দেখুন
error: Content is protected !!