আসুন জাগ্রত বিবেকের মানুষ হতে চেষ্টা করি, মা’কে ভালোবাসি।
সৈয়দ বদরুদ্দোজা টিপু
ছবি: নিজে
এই ছবিটি আজ তুলেছি কুমিল্লা পূবালী চত্বর রাস্তার পাশেই মহিলাটি থালা নিয়ে বসে আছেন ।
মানুষ হতে পারলেই মায়েরা বেঁচে থাকতো প্রতিটি সন্তানের বুকে। ভিক্ষা করতে হতো না পথে পথে। মায়াশূণ্য মন নিয়ে ধুঁকে ধুঁকে মরতে হতো না বৃদ্ধাশ্রমে।পথেঘাটের এই মায়েরা হয়তো আমাকে আপনাকে পেটে ধরেননি, কিন্তু এরাও কারো না কারো মা। প্রত্যেক প্রাণীই ঔরসজাত, এরাও কোনো না কোনো মায়েরই সন্তান।
আসুন জাগ্রত বিবেকের মানুষ হতে চেষ্টা করি, মা’কে ভালোবাসি। সকল মায়েদের বাঁচিয়ে রাখি মানবিক বুকে।