২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওড়িশার সীমান্ত পেরোচ্ছে ইয়াস, বিকেল পর্যন্ত বালেশ্বরেই তাণ্ডব

অনলাইন ডেস্ক
ওড়িশার সীমান্ত পেরোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝাড়খণ্ডে বুধবার (২৬ মে) দুপুর পর্যন্ত ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র। বৃহস্পতিবার (২৭ মে) পৌঁছবে ঝাড়খণ্ডে। এসব তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার।

বলা হয়, ওড়িশা প্রশাসন জানিয়েছে, বালেশ্বর থেকে ময়ুরভঞ্জের দিকে যাবে ইয়াস। তবে বিকেল পর্যন্ত বালেশ্বরের উপরেই অবস্থান করবে এই ঘূর্ণিঝড়। ওড়িশার ত্রাণ কমিশনার জানালেন, স্থলভাগে ইয়াসের হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০-১৪০ কিলোমিটার। তবে বালেশ্বর থেকে ময়ূরভঞ্জে ইয়াস ঢুকবে ১০০-১১০ কিলোমিটার গতিবেগে। তারপর ধীরে ধীরে কমবে ঝড়ের গতিবেগ।আবহাওয়া দফতর জানিয়েছে, আছড়ে পড়ার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা লাগবে। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার পি কে জেনা জানালেন, দুপুর ১টা (ভারতীয় সময়) নাগাদ ঘূর্ণিঝড়ের লেজের অংশটিও পুরোপুরি ঢুকে পড়বে বালেশ্বরে।

আরো দেখুন
error: Content is protected !!