কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে।
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৩ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সকাল ৮টা থেকে এ পৌরসভার ১১টি কেন্দ্রে ভোটাররা সারিবদ্ধ ভাবে কেন্দ্রেগুলো শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন।
কোন কেন্দ্রে গোলযোগের খবর মেলেনি। তবে আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি ছিলো লক্ষণীয়। নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে ১১টি কেন্দ্রের মধে এ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৫১০ জন।নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন, সংরক্ষিত ৩টি আসনের মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর নির্বাচিত হয়ে যাওয়ায় বাকী ১টি আসনে ২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, ৭ মার্চ নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৮ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল।
এতে মেয়র পদে আওয়ামী লীগের ১ জন, সাধারণ কাউন্সিলর ৬০ জন ও সংরতি কাউন্সিলর ১১ জন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন ১১ এপ্রিল হওয়ার কথা থাকলেও করোনার কারণে নির্বাচন হয়নি।
নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে একমাত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত মো. আবদুল মালেক বিনা প্রতিদ্বন্ধিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।