১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচং থেকে ৩৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা প্রতিনিধি।।
বুড়িচং থানাধীন কংশনগর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অভিযানে ৩৫.৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৩ অক্টোবর ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংশনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৩৫.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জাজিসার (স্কুলপাড়া) গ্রামের আব্দুল জলিল এর ছেলে রহিম (২৯) এবং একই গ্রামের মোঃ আলমগীর এর ছেলে মোঃ জিহাদ (২০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন
error: Content is protected !!