কুমিল্লা শহরে আল্লাহপাকের রহমতের গুড়ি গুড়ি স্বস্তির বৃষ্টি
সৈয়দ বদরুদ্দোজা টিপু
টানা তাপদাহের অবসান ঘটিয়ে ২০২১ইং সালের ৩রা মে রোজ সোমবার বৈশাখ মাসের ১৯ তারিখে মধ্য রাতে আল্লাহপাকের রহমতের স্বস্তির বৃষ্টি।
তখন বাজে ১২টা গলিতে ঝড়ো বাতাস। আঁকাশে বিজলী চমকিয়ে ধুলাবালি উড়তে থাকে মনে হলো যেন কাল বৈশাখী ঝড় আসতে শুরু করেছে। রাস্তা গুলো বাতাসে ধুলাবালি পরিষ্কার। তখনও বৃষ্টি আসে নাই। রাত দেড়টার দিকে ঝিরি ঝিরি ফোটা ফোটা বৃষ্টি শুরু হলো।
কান্দিরপাড়,পুলিশলাইন মোড়ে মানুষ গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা করছিলেন। প্যাডেল চালিত রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা দেখলেই তাদের অনেকে দৌড়ে যাচ্ছেন। অন্য সময় যানবাহন ভাড়া করতে দরদাম করলেও ঝড়ো বাতাসে আঁকাশের গর্জনের কারণে বাড়ি ফেরার তাড়ায় ব্যস্ত সবাই মুহূর্তেই ভাড়া ঠিক করে গন্তব্যে ছুটছিলেন।
গত কয়েকদিন ধরে কুমিল্লাসহ সারাদেশে তীব্র গরমের পর এ বৃষ্টি কিছুটা রাতের ঘুমে স্বস্তির পরশ বুলিয়ে দিলো।