২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা সুমন হত্যা মামলার দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক সুমন মিয়া হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ সোমবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মোঃ শরীফ মিয়া এবং একই উপজেলার দড়িকান্দি গ্রামের আঃ কাদের জিলানী।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় মোঃ ইসমাইলের ছেলে অটোরিকশা চালক সুমন মিয়ার অটোরিকশাটি বাঞ্ছারামপুর ফরদাবাদ রবির বাজার থেকে রামচন্দ্রপুর বাজারে যাওয়ার কথা বলে আসামি মোঃ শরীফ মিয়া ও আব্দুল কাদের জিলানী ভাড়া করেন।

পুরাতন বাজার নতুন সড়কের কাছে যাওয়ার পর পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে গলায় ও মুখে গামছা পেচিয়ে সুমনকে শ্বাসরোধে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায় তারা।

এ ব্যাপারে সুমন মিয়ার পিতা বাদী হয়ে দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ ও এজাহারকারী খুশি। আশা করছি, মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

আরো দেখুন
error: Content is protected !!