১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ই-অরেঞ্জের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

মহানগর নিউজ ডেস্ক।।
গ্রাহকের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সব মালিককে আসামি করে কুমিল্লার আদালতে একটি মামলা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের ১ নম্বর আমলি আদালতে সাইফুল খান নামে এক গ্রাহক মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এএফ মজুমদার নোমান রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলাটি শুনানি শেষে বিচারক বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ১১ নভেম্বরের মধ্য তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে মামলার বাদী সাইফুল খান বলেন, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে টাকা দেওয়া হয়েছে।

কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও তারা গ্রাহকদের পণ্য ডেলিভারি দিচ্ছে না। টাকা আটকে রেখে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

এছাড়া তাদের সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে গাঢাকা দিয়েছে। তাই বাধ্য হয়ে আমার সার্কেলসহ ৩৯ জন গ্রাহকের পক্ষে আমি মামলাটি করেছি।

তিনি আরও বলেন, আমরা এ পর্যন্ত ই-অরেঞ্জকে তিন কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৩১১ টাকা দিয়েছি।

আরো দেখুন
error: Content is protected !!