কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
👁️মহানগর ডেস্ক ✒️
মহাসড়কের পাশে ট্রাক্টরটি দাঁড় করিয়ে তাতে বালু তুলছিলেন শ্রমিকরা। পাশেই ছিলেন ট্রাক্টরচালক। সে সময় ঢাকাগামী কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে তা গিয়ে ট্রাক্টরে ধাক্কা দেয়।
কুমিল্লার চান্দিনায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা মাজার এলাকায় বৃহস্পতিবার সকাল সোয়া ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন চান্দিনার হাড়িখোলা গ্রামের শ্রমিক নুরুল ইসলাম, রংপুরের শ্রমিক ফয়জার রহমান ও কাভার্ডভ্যান চালক মো. লিটন।
দুর্ঘটনায় আহত ট্রাক্টরচালক হাড়িখোলা গ্রামের আমির হোসেনকে পাঠানো হয়েছে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ কর্মকর্তা জিয়াউল জানান, মহাসড়কের পাশে ট্রাক্টরটি দাঁড় করিয়ে তাতে বালু তুলছিলেন শ্রমিকরা। পাশেই ছিলেন ট্রাক্টরচালক। সে সময় ঢাকাগামী কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে তা গিয়ে ট্রাক্টরে ধাক্কা দেয়। তা গিয়ে পড়ে দাঁড়িয়ে থাকা দুই শ্রমিক ও চালকের ওপর।
ঘটনাস্থলেই নূরুল ও ফয়জার নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান লিটন।