[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আন্দিকোট ইউনিয়নের গাঙ্গেরকুট এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন মিয়া (২৭) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাঙ্গেরকুট গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এসআই কাজী মো: শাহনেওয়াজ ও এএসআই জুয়েল রানাসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গাঙ্গেরকুট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬০ পিছ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে।

আসামির বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!