২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ১০৪ জনের। মৃত্যু ০১

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ২৭জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ১০৪জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫০জন। আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৭০জনে দাঁড়ালো।

গতকাল ২৬জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৬৮৬। সর্বমােট নমুনা প্রেরন: ৮২,৯৩২। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৪১৪। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮২,৩০০। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১০৪।

সিটি- ৪০ আদর্শ সদর- ০১ সদর দক্ষিণ- ০৩ বুড়িচং- ১০ ব্রাহ্মণপাড়া- ০৩ চান্দিনা- ০৬ চৌদ্দগ্রাম- ০৬ দেবিদ্বার- ০৪ দাউদকান্দি- ০৫ লাকসাম- ০৪ লালমাই- ০২ নাঙ্গলকোট- ০২ বরুড়া- ০৬ মনোহরগঞ্জ- ০১ মুরাদনগর- ০৩ মেঘনা- ০৪ তিতাস- ০৩ হোমনা- ০১

সর্বমােট শনাক্ত: ১৩,৮৫০। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ২৫.১% গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০ সিটি- ২১ দেবিদ্বার- ০৫ নাঙ্গলকোট- ১৪

সর্বমােট সুস্থ: ১১,৬১০। গত ২৪ঘন্টায় মৃত: ০১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: লালমাই- ০১ (মহিলা, ২৮ বছর)। সর্বমােট মৃত: ৪৭০।

বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৩৮। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৪

আরো দেখুন
error: Content is protected !!