২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রাক ভর্তি ৫লক্ষ টাকার কাঠ আটক

তৌহিদ খন্দকার তপু।।
কুমিল্লায় অবৈধ ভাবে পাচারকালে ৫ লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ। এ সময় ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও তার সহযোগী।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকা থেকে প্রায় পাচঁ শত ঘনফুট কাঠ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকতা কাজী মোহাম্মদ নুরুল করিম এর সার্বিক দিক নির্দেশনায়। সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে ঢাকামুখী ত্রিপল বাঁধা ট্রাককে থামাতে সংকেত দিলে চালক পালাতে চেষ্টা করে। ট্রাকটিকে ধাওয়া করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় গিয়ে চালক ও তার সহযোগী কাঠ বোঝাই ট্রাক সড়কে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় বিভাগীয় মামলার প্রস্তুুতি চলছে।

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, ৫শত ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছি, যার মূল্য পাঁচ লক্ষ টাকা । আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!