২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্যকে গ্রেফতার

✒️ মহানগর ডেস্ক
কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । রবিবার (২৭জুন) সাড়ে ১১ টায় পাসপোর্টে অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা ও কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ।

এই সময় ১১ টি পাসপোর্ট, নগদ ১৭ হাজার ৭শ টাকা, প্রভাষক ও চেয়ারম্যানের নকল সীল জব্দ করে । কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম(বার) এ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ।

আটককৃতরা হলেন, সদর উপজেলার নোয়াপাড়া এলাকার বাশারুল ইসলাম বাবুলের ছেলে সাহেদ ইসলাম পলাশ (৩০), একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো: ওলি উল্লাহ(২০), হাজীর বাড়ির মানিক মিয়ার ছেলে মো: সাইম আল মামুন(১৯)।

প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয় , গোপন সংবাদের ভিত্তির কুমিলা নোয়াপাড়া এলাকার কাজী রাইয়্যান এন্টারপ্রাইজ, মানিক এন্টারপ্রাইজসহ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পাসপোর্টসহ তিনজকে আটক করা হয় ।

তাদের বিরুদ্ধে কোতায়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

আরো দেখুন
error: Content is protected !!