[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গুলশান লেক থেকে তরুণের মরদেহ উদ্ধার

✒️মহানগর ডেস্ক
রাজধানীর বনানীর-গুলশানের ফখরুউদ্দিন সেতুর নিচের লেক থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল।

শুক্রবার (২৫ জুন) রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে একজন আমাদের ফোন করে জানান যে গুলশান লেকের পানিতে এক তরুণ পড়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরিসহ ফায়ার সার্ভিসের একটি টিম যায়। পরে রাত ৮টায় লেকের পানি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঐ তরুণকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম জানান, নিখোঁজ যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা তার সর্বশেষ অবস্থার বিষয়ে বলতে পারবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ যুবকের নাম রমজান আলী (২২)। তার বাবার নাম সাইফুল। তিনি পরিবারের সঙ্গে কড়াইল বস্তিতে থাকতেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।

আরো দেখুন
error: Content is protected !!