চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিহত ৫
চাঁদপুর সদর উপজেলার মমিনপুর ডাকাতিয়া নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় অপর মাটি বোঝাই ট্রলারের ৫ যাত্রী নিহত হয়েছে। আজ (৩১ জানুয়ারি) সোমবার ভোরে বালু ভর্তি বাল্কহেড এমবি ইকবাল হোসেন -১ এর সাথে মাটি বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ শ্রমিক নিহত হয়। নিহতরা হলেন ট্রলারের মাটি কাটা শ্রমিক আউয়াল মাঝি (৫৫), মোবারক হেসেন ( ৩৫), নাছির হোসেন (৩২), আলামিন হোসেন (৩৫), কালা মিয়া (৩৩)।
নিহতদের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। নিহতরা স্থানীয় বিকফিল্ড গুলোতে মাটি কাটার শ্রমিকের কাজ করতেন। দুর্ঘটনা-কবলিত ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ফরিদ হোসেন জানান, আমরা আমাদের সাইট দিয়েই যাচ্ছিলাম, ঘন কুয়াশায় বালুবাহী বাল্কহেড আমাদেরকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনার সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে চাঁদপুর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছেন।