তিতাসে ৭ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করার ৭ বছর পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
শনিবার(২ এপ্রিল) দুপুরে তিতাস থানার সেকেন্ড অফিসার এসআই মধুসূদন সরকার এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস উপজেলার কালাচানকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জামান প্রকাশে অহিদ (৪২) উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের কালাচানকান্দি গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।
তিতাস থানা সূত্রে জানা যায়, আসামি জামান প্রকাশে অহিদের বিরুদ্ধে ২০১৫ সালে ৩০২/৩৪ ধারায় তিতাস থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
আসামি জামান প্রকাশে অহিদ গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস উপজেলার কালাচানকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাহার শশুর বাড়ি মৃত হাজী বজলু মিয়ার ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, গ্রেফতারকৃত আসামি ওয়ারেন্ট ভূক্ত। আসামিকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করে শনিবার কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।