২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৩০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য ভিভিআইপি উপহার হিসেবে বাংলাদেশের হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেন বাংলাদেশ কর্তৃপক্ষ।আগরতলাস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার মোহাম্মদ যোবায়েদ হোসেন জানান, প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন। এতে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও আরও দৃঢ় হবে।আম হস্তান্তরের সময় আগরতলার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. আসাদুজ্জামান, আখাউড়া স্থলবন্দরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ত্রিপুরা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু, স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী, স্থলবন্দর বিওপির বিজিবি কর্মকর্তা সুবেদার আব্দুর রহমান, ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন
error: Content is protected !!