বাড়ছে করোনা, রোহিঙ্গা ক্যাম্প লকডাউন
অনলাইন ডেস্ক
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে হঠাৎ করেই বেড়ে গেছে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। ফলে ঝুঁকির মুখে রয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো। এই অবস্থায় সেখানে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহ উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প লকডাউন থাকবে। আজ শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।
বৃহস্পতিবার রাতে তিনি বলেন, শরণার্থী শিবিরগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। তাই শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে ওষুধ ও ফুডসের (খাবার) কার্যক্রম ব্যতীত ক্যাম্পগুলোতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজারের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সেখানকার রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত ৮২৩ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন ১২ জন।
এই পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন রোহিঙ্গা শরণার্থীদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা সৈয়দ উল্লাহ।