[gtranslate]
৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানী থেকে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারী উদ্ধার

নিউজ ডেস্ক।।
রাজধানী থেকে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। তাদেরকে মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৩ নারীকে উদ্ধারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‌্যাব-৪ একাধিক দল তাদের উদ্ধার করে।

আরো দেখুন
error: Content is protected !!