[gtranslate]
২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণখচিত নতুন গিলাফ কাবা শরীফে পরানো হবে আগামীকাল

ধর্ম ডেস্ক ✒️
প্রতি বছরের মতো এবারও আরাফার দিন পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হবে। জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হবে এবং পরানো হবে স্বর্ণখচিত নতুন গিলাফ।

আগামীকাল সোমবার (১৯ জুলাই) পরানো হবে পবিত্র কাবা শরীফে স্বর্ণখচিত নতুন গিলাফ। সেদিন জিলহজ মাসের ৯ তারিখ সৌদি আরব।

পবিত্র কাবা ঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর কভারিং হলি কাবার প্রধান কর্মকর্তা আবদুল আবদুল হামিদ আল মালিকি জানান, তিন মিটার বিশিষ্ট কাপড় দিয়ে পবিত্র কাবা ঘরের নতুন গিলাফ তৈরি করা হয়। গিলাফের ওপর দিকে সাদা কাপড় রাখা হয়।

আল মালিকি আরও জানান, জিলহজ মাসে প্রথম দিন সৌদি বাদশাহ সালমান বা তাঁর প্রতিনিধির পক্ষ থেকে কাবার তত্ত্বাবধায়দের কাছে প্রতীকী হস্তান্তর করা হবে। এ সময় জেনারেল প্রেসিডেন্সির প্রধানের উপস্থিতিতে পবিত্র কাবার বেল্ট ও চাবি প্রদান করা হবে।

কাবার গিলাফ হস্তান্তর ও পরিবর্তনের পুরো কার্যক্রম লাইভ প্রোগ্রামের মাধ্যমে সম্প্রচার করা হবে। বিশ্বের যেকোনো প্রান্তের দর্শকরা তা দেখতে পারবেন। সূত্র: আল আরাবিয়া

আরো দেখুন
error: Content is protected !!