২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অপহরণের চার দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

বরুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, গত ১৮ তানিম নিখোঁজ হয়।পরের দিন তানিমের বড় চাচা সুলতান আহম্মেদের মোবাইল নম্বরে একটি কল আসে। অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি জানান, তানিম তার কাছে আছে। পরে তিনি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।’

কুমিল্লায় অপহরণের চার দিন পর এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে আবু ইউসুফ নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

বরুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, গত ১৮ এপ্রিল উপজেলার কাদবার (সর্দার বাড়ি) আনোয়ার হোসেনের ছেলে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল আদিত্য তানিম বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়। এরপর সে নিখোঁজ হয়।

‘পরের দিন তানিমের বড় চাচা সুলতান আহম্মেদের মোবাইল নম্বরে একটি কল আসে। অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি জানান, তানিম তার কাছে আছে। পরে তিনি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।’

তানিমের পরিবার বৃহস্পতিবার বিষয়টি বরুড়া থানাপুলিশকে জানায়।

পরে ওই রাতেই মুক্তিপণ চাওয়া সেই মোবাইল ফোনের সূত্র ধরে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ, উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল, এসআই মেহেদী হাসানসহ ফোর্স নিয়ে দাউদকান্দি থানাধীন গৌরিপুর সুবল আফতাব হাই স্কুলে অভিযান চালান। এ সময় স্কুলের মাঠ থেকে আবু ইউসুফ নামের এক তরুণকে আটক এবং তানিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তরুণ আবু ইউসুফের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ঠনারবাগ এলাকায়।

শুক্রবার দুপুরে আবু ইউসুফের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরো দেখুন
error: Content is protected !!