১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আরও ৪-৫ দিন চলতে পারে দাবদাহ

নিউজ ডেস্ক
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ আরও কয়েকদিন ধরে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আরও চার থেকে পাঁচ দিন এই দাবদাহ চলতে পারে।

দেশের ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ এবং রাজশাহীর কিছু এলাকা, পাবনা, রাঙ্গামাটি, চাঁদপুর, মাইজদি কোর্ট ও ফেনীর ওপর দিয়ে এই দাবদাহ প্রবাহিত হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু এলাকাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং কুমিল্লার কিছু এলাকায় হালকা ঝড় অথবা ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল থেকে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত দেশের কোথাও কোথাও আবহাওয়া শুষ্ক থাকবে।

একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রার কিছুটা তারতম্য হতে পারে।

সোমবার রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ ৩৮ দশমকি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!