bn বাংলা
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আশিক রাসেল’র ছড়া-“তোমায় চাই যে”

“তোমায় চাই যে”

আশিক রাসেল
১১-০৬-২০২১
************
টিকটিক করে ঘুরে বেড়াও
চঞ্চল তোমার মন,
এভাবেই কি চলবে তুমি
সারাটি জীবনভর?

তিন কাঁটা হয়ে ঘুর দিনরাত
এতে সুখ পাই না,
হৃদয়ে তোমার দিও মোরে ঠাঁই
আর কিছু চাই না।

তোমাকে দেবো হৃদয়ের খনি
তাতে কি আমার হবে?
যদি চাও আত্নাটাও নিও
দূরে থেকোনা খুশির ভবে।

থেমে নিও কিছু সময়
আমি হবো ধন্য,
আমার খুশিতে খুশি যে হবে
পুরো পৃথিবী বরেণ্য।
শেরপুর সদর, শেরপুর

আরো দেখুন
error: Content is protected !!