২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাস পাল্টে প্রথমবারের মতো কোনো দেশকে ঋণ দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক।।
অন্য দেশ বা সংস্থা থেকে কেবল ঋণ নিতো বাংলাদেশ। এবার সেই ইতিহাস পাল্টে ঋণ দিতে শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে প্রতিশ্রুত ঋণের প্রথম কিস্তি দেয়ার মাধ্যমে প্রথমবারের মতো কোনো দেশকে ঋণ দিল বাংলাদেশ।

বৈদেশিক মুদ্রার সংকটে থাকা শ্রীলঙ্কাকে প্রতিশ্রুত ২৫ কোটি ডলার ঋণের মধ্যে প্রথম কিস্তি হিসেবে ৫ কোটি ডলার ছাড় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪২৫ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এ অর্থ দেয়া হয়েছে। বাংলাদেশের রিজার্ভ আছে এখন চার হাজার ৬৫৮ কোটি ডলার।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শ্রীলঙ্কার জন্য প্রথম দফায় ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলার ছাড় করা হয়েছে। পরবর্তীতে দেশটির চাহিদা বিবেচনায় প্রতিশ্রুত ঋণের বাকি অংশ ছাড় করা হবে।

বাংলাদেশ ব্যাংক ও সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ সুবিধার আওতায় তিন মাস মেয়াদে এই ৫ কোটি ডলার ছাড় দেয়া হয়েছে।

এক্ষেত্রে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবরের সঙ্গে দেড় শতাংশ যোগ করে সুদ পাবে বাংলাদেশ। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ অর্থ দেওয়া হয়েছে। তবে অবস্থা বিবেচনায় এর মেয়াদ বাড়তেও পারে।

আরো দেখুন
error: Content is protected !!